মন্তব্য
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ব্যালেট পেপার যাবে ভোটগ্রহণের দিন সকালে। ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সোমবার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি) । ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি এ নির্বাচনের ভোট হবে।
বিডি/এন/এমকে