চিনির দাম বাড়বে না আর: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৩

ডলারের ভ্যারিয়েশনে পণ্যের দাম বাড়ে-কমে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চিনির দাম নতুন করে আর বাড়বে না।  চিনি আমদানি করে আনতে হয়। তাই ডলারের দামটা একটু কমে আসলে কমানো যায়। এ মুহূর্তে ডলারের দাম একটা লেভেলে আছে।

সোমবার (১৮ ডিসেম্বর) রংপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। রোজায় টিসিবির মাধ্যমে চিনি বিক্রির জন্য যথেষ্ট পরিমাণ বুকিং দেওয়া হয়েছে বলে জানান এ সময় বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ডলারের দাম হয়তো আর বাড়বে না। চিনি সবটাই আমদানি করতে হয় দেশে। ভারত থেকেও আনতে পারি না, দূর থেকে আনতে হয়। এজন্য চিনির ওপর একটু প্রভাব পড়েছে। তবে দাম যে আর বাড়বে, এটা কিন্তু আমি মনে করি না।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর