টিকা নেবেন বরিস

১৯ মার্চ ২০২১

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নেবেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার নিরাপত্তা নিয়ে ইউরোপে শঙ্কার মধ্যে  বুধবার তিনি এ ঘোষণা দিয়েছেন। 

 বরিস জনসন আইনপ্রণেতাদের বলেন, অবশেষে টিকা পেতে যাচ্ছেন। শিগগিরই টিকা নেয়া হবে। এটি অবশ্যই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার হবে। এটাই আমি নেব।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন টাইমস পত্রিকায় লিখেছেন, ‘এই টিকা নিরাপদ। এই টিকা অত্যন্ত ভালো কাজ করে।’

এএফপি


মন্তব্য
জেলার খবর