মন্তব্য
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সারা দেশে ডাকা বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবি আদায়ে এ হরতাল ডেকেছে দলটি।
এ হরতাল সোমবার পালনের কথা ছিল দলটির। কিন্তু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল সাবাহ-এর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় হরতালের দিন পরিবর্তন করে বিএনপি। পরের দিন হরতাল ডাকা হয়।
রোববার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিডি/আরডি/এমকে