ঢাকায় ট্রেনে অগ্নিসংযোগ, মা-সন্তানসহ ৪ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৩

ঢাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় এখন পর্যন্ত জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নিজের শিশু সন্তানসহ এক নারী আছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর রাতের দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

এদিকে ভোর টার পরে ট্রেনে আগুন লাগার খবর পেয়ে সেখানে আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিসের সদস্যরা। তারাই লাশগুলো উদ্ধার করেন। মঙ্গলবা সকাল ৬টা থেকে  সারা দেশে বিএনপির ডাকা হরতাল শুরু হয়। হরতাল শেষ হবে সন্ধ্যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি বগি থেকে  একটি শিশু, একজন নারী দুইজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি  তার শিশু সন্তান ইয়াসিন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর