আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে জেলা পর্যায়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানো শুরু হবে। সেখান থেকে সহকারি রিটার্নিং অফিসারের রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। ইতোমধ্যেই সরকারের তিন ছাপাখানায় ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার ছাপানো কাজ শেষ করতে চায় ইসি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ইসির অতিরিক্ত সচিব জানান, সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর ৩০০ আসনের প্রার্থীদের তালিকা পাওয়া গেছে। সে অনুযায়ী প্রতীকসহ ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হয়েছে। এ ক্ষেত্রে যেসব নির্বাচনী এলাকায় মামলা রয়েছে বা মামলা পেন্ডিং রয়েছে, সেগুলো পরে ছাপানো হবে। চল্লিশটির বেশি নির্বাচনী এলাকায় মামলা চলমান রয়েছে বলেও জানান জানান।
বিডি/এন/এমকে