দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে চার প্রার্থীর মধ্যে দু’জন ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন। এদের মধ্যে একজন ওয়ার্কার্স পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। অপরজন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ইজ্ঞিনিয়ার মুজিবর রহমান। তারা নিজেরাই বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪ দলীয় জোটের শরীক ওয়ার্কার্স পার্টির প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহকে নৌকা প্রতীক না দেওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। এ বিষয়ে মুঠোফোনে মুস্তফা লুৎফুল্লাহ বলেন, আমি ভোট করছি না। এদিকে ইজ্ঞিনিয়ার মুজিবর তার ফেসবুক পেজে ভোট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। তারা নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, এ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিরসহ ১০ জন প্রার্থী রয়েছেন। সাতক্ষীরা -১ আসনের নৌকা মনোনিত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন বলেন, আমি দলের মনোনয়ন পাওয়ায় তালা-কলারোয়ায় গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমার বিজয় সু নিশ্চিত।
তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী শেখ নূরুল ইসলাম বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছি। জনগণ আমাকে ভোট দেবে। জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব বলেন, যেহেতু স্বতন্ত্র ভোট আমি করেছি। তাই ভোটের মাঠের বর্তমান চিত্র হিসেবে আমি বিজয়ী হবো বলে আশা করছি।
স্থানীয়রা জানায়, সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টির অবস্থান বেশ শক্তিশালী ছিল। বর্তমানে সেই অবস্থা না থাকলেও ব্যক্তি ইমেজে ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন দিদার বকস। এছাড়া এরশাদ সরকারের তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখতের সময় তালা ও সাতক্ষীরায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম বলেন, সৈয়দ দীদার বখত তালা ও কলারোয়ার উন্নয়নের রুপকার। তিনি সবার কল্যাণ করেছেন। সুষ্ঠু ভোট হলে তিনি পাশ করবেন।
বিডি/কিশোর কুমার/সি/এমকে