আগামী বছরে রেমিট্যান্স ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৩

সাম্প্রতিক ব্যালান্স অব পেমেন্ট সংকটে বাংলাদেশের রেমিট্যান্সের প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকতে পারে। তবে ২০২৪ সালে দেশের রেমিট্যান্স প্রবাহ ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে।  এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, মুদ্রার অবমূল্যায়ন এবং বিনিময় হার ব্যবস্থাপনা নীতির কারণে কালোবাজারের সুবিধা নিতে এবং অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেন করতে বাংলাদেশ, পাকিস্তান শ্রীলঙ্কার প্রবাসীদের উৎসাহিত করেছে।

জনশক্তি, কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুসারে, গত ১১ ডিসেম্বর পর্যন্ত রেকর্ড সংখ্যক (১২.৪৬ লাখ) কর্মী বিদেশে গেছে বাংলাদেশ থেকে। গত বছরে সংখ্যা ছিল ১১.৩৫ লাখ। বিগত দুই পঞ্জিকাবর্ষে ২২ বিলিয়ন ডলারের আশপাশেই আটকে ছিল রেমিট্যান্সের প্রবাহ।

বৈশ্বিক ঋণদাতা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, উপসাগরীয় দেশগুলোতে আগামী বছর দক্ষিণ এশিয়ার কর্মীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। বাংলাদেশের রেমিট্যান্সের প্রধান উৎস হচ্ছে এসব দেশ।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর