মন্তব্য
ছবি- সংগৃহিত
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বর প্রকাশ করা হবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।
গত ২৭ নভেম্বর ফল নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়। ফল নিরীক্ষণের আবেদন বেড়েছে আগের বছরের তুলনায় প্রায় তিন গুণ। প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা ফি নেওয়া হয়েছে।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন। অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন শিক্ষার্থী।
বিডি/এন/এমকে