এইচএসসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশ হবে ২৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৩

ছবি- সংগৃহিত

চলতি বছর এইচএসসি সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বর প্রকাশ করা হবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে তথ্য জানান।

গত ২৭ নভেম্বর ফল নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়। ফল নিরীক্ষণের আবেদন বেড়েছে আগের বছরের তুলনায় প্রায় তিন গুণ। প্রতিটি বিষয় পত্রের জন্য ১৫০ টাকা ফি নেওয়া হয়েছে।

চলতি বছর এইচএসসি সমমান পরীক্ষায় পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন। অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন শিক্ষার্থী।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর