রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে এমন মন্তব্য নিয়ে ব্যঙ্গ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার এবিসি নিউজের জর্জ স্টিফেনোপোলাসের কাছে সাক্ষাতকার দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিরোধীদের ওপর মস্কো সরকারের নির্মম হওয়ার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি ‘একজন খুনি’ হিসেবে মনে করেন কিনা, এমন প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, ‘আমি (পুতিনকে খুনি) মনে করি।’
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট বাইডেনের খুনি মন্তব্যকে ইঙ্গিত করে বলেন, শৈশবে শোনা একটি কথা আমার মনে আছে, যখন আমরা মাঠে তর্ক করতাম তখন বলতাম, কে কেমন সেটা জানতে তার নিজেরও তেমন হতে হয়। এটা কোনো কাকতালীয় মন্তব্য বা শিশুতোষ কথা কিংবা রসিকতা নয়। আমরা সবসময় আমাদের নিজস্ব বৈশিষ্ট্যগুলোকেই অন্যের মধ্যে দেখতে পাই এবং মনে করি তারা আসলে আমরা যেমন তেমনই। এভাবেই আমরা (অন্যের) কার্যকলাপের মূল্যায়ন করি।’
সোভিয়েত আমলে সেন্ট পিটার্সবুর্গে (সাবেক লেনিনগ্রাদ) নিজের শৈশবের একটি উদ্ধৃতি তুলে ধরে পুতিন বলেন, 'রতনে রতন চেনে।' তিনি আরও বলেন, এটি শুধু শিশুদের কথা ও কৌতুক নয়। এটির গভীর মনোবিদ্যাগত অর্থ রয়েছে। এছাড়া বাইডেনের সুস্বাস্থ্য কামনা করে পুতিন বলেন, আমি উনার সুস্থ্যতা কামনা করি, এটিকে আপনারা রসিকতা বা কৌতুক ভাববেন না।