সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপির চলমান আন্দোলনের বিষয়ে বুধবার (২০ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, হরতাল-অবরোধের পাশাপাশি এবার ‘একতরফা ভোট প্রত্যাখ্যানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি’ নিয়ে আসছে বিএনপি।
ব্রিফিংকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমালোচনা করেন। বলেন, গোটা জাতির চারিদিকে ঘিরে আছে ভয় ও আতঙ্কের ব্যারিকেড। একদলীয় ও ভোটারবিহীন নির্বাচন নিশ্চিত করতে এ ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে । তিনি জানান, উনি (শেখ হাসিনা) ভাবছেন রাশিয়া, ভারত আছে আমার পাশে। রাশিয়া ও ভারত আমাকে সমর্থন দিলে কিসের ভোট সেন্টার, ভোটার, স্বচ্ছ নির্বাচন লাগবে?
তিনি বলেন, এ দেশে গণতন্ত্র থাকা বা না থাকা নিয়ে ভারতের, রাশিয়ার কিছই যায় আসে না। তাদের সমর্থনে আজকে শেখ হাসিনার পোয়া-বারো।
বিডি/আরডি/এমকে