বুধবার নেতাকর্মীদের নতুন দিক নির্দেশনা দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৩

সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপির চলমানআন্দোলনের বিষয়ে বুধবার (২০ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভার্চুয়াল ব্রিফিংয়ে তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, হরতাল-অবরোধের পাশাপাশি এবারএকতরফা ভোট প্রত্যাখ্যানে উদ্বুদ্ধকরণ কর্মসূচিনিয়ে আসছে বিএনপি।

ব্রিফিংকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমালোচনা করেন। বলেন, গোটা জাতির চারিদিকে ঘিরে আছে ভয় আতঙ্কের ব্যারিকেড। একদলীয় ও ভোটারবিহীন নির্বাচন নিশ্চিত করতে এ ভয় আতঙ্ক তৈরি করা হয়েছে  তিনি জানান, উনি (শেখ হাসিনা) ভাবছেন রাশিয়া, ভারত আছে আমার পাশে। রাশিয়া ভারত আমাকে সমর্থন দিলে কিসের ভোট সেন্টার, ভোটার, স্বচ্ছ নির্বাচন লাগবে?

তিনি বলেন,  এ দেশে গণতন্ত্র থাকা বা না থাকা  নিয়ে ভারতের, রাশিয়ার কিছই যায় আসে না। তাদের সমর্থনে আজকে শেখ হাসিনার পোয়া-বারো।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর