২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসের কাছে নিজেকে বিক্রি করলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আগামী বছরে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য নিলামে তাকে কিনে নেয় গতবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তবে নিলামে চেন্নাই ছাড়া আর কোন দল মোস্তাফিজকে নিয়ে আগ্রহ দেখায়নি।
দলের ফান্ডের রির্জাভ বৃদ্ধিতে আইপিএলের এ আসর ঘিরে বেশ কিছু তারকা ক্রিকেটার ছেড়ে দেয় দিল্লি। রাইলি রসু, ফিল সল্ট, সরফরাজ খান, আমান খান, রোভম্যান পাওয়েলদের সেই তালিকায় ছিলেন মোস্তাফিজ।
আইপিএলের গত আসরে মোস্তাফিজুর রহমান খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে মোস্তাফিজুরের স্লোয়ার এবং কাটার- কোনা অস্ত্রই আগের মতো কাজ করছে না আর। ধীরগতির পিচেও উন্নতি দেখা যায়নি অনেকদিন ধরে। তাই নতুন মৌসুমে তাকে বিবেচনায় নেয়নি দিল্লি।
আইপিএলের এ আসরের জন্য নিলামের তালিকায় বাংলাদেশের মোস্তাফিজ ছাড়াও নাম ছিল তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। মোস্তাফিজ দল পেলেও বাকি এ দুই পেসার নিয়ে এখনো কোনো আগ্রহ দেখায়নি আইপিএলের কোন ফ্র্যাঞ্চাইজি।
বিডি/এস/এমকে