বক্স অফিসে দুই হাজার কোটির বেশি আয় এসেছে দুই সিনেমা- ‘পাঠান’ আর ‘জওয়ান’ থেকে। এক ক্যালেন্ডারেই ব্লকবাস্টার সুপারহিট এ সিনেমা উপহার দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
কয়েক দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে তার আরেক সিনেমা ‘ডানকি’। এ সিনেমা নিয়ে নতুন তথ্য দিয়েছেন কিং খান। তার হিসাবে, এটাই তার ক্যারিয়ারের সেরা সিনেমা।
ডানকির প্রচারে যারপর নেই কাজ করে যাচ্ছেন শাহরুখ। সিনেমাটির প্রচারের জন্য সম্প্রতি উড়ে গিয়েছিলেন দুবাইয়ে। যেখানে ভক্তদের সঙ্গে সিনেমাটির বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতায় ডানকিকে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা বলে অভিহিত করেছেন এ তারকা অভিনেতা।
ডানকি প্রসঙ্গে শাহরুখ আরও জানিয়েছেন, পাঠান ও জওয়ান দর্শকদের মনোরঞ্জনের জন্য তৈরি করলেও ডানকি তৈরি করেছেন সম্পূর্ণ নিজের ভালো লাগার জন্য।
শাহরুখ খান বলেন, ‘জওয়ান বানানোর সময় ভাবনা ছিল- নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য কিছু করা দরকার। কিন্তু নিজের জন্য এখনো কিছু বানাইনি আমি। এরপর ডানকি প্রযোজনা করি। এটা সম্পূর্ণ আমার সিনেমা, যেটা আমার হৃদয়ের খুব কাছের। যেটা বানিয়েছি সম্পূর্ণ নিজের জন্য। সিনেমাটি সবাইকে গভীরভাবে ছুঁয়ে যাবে, অনুপ্রাণিত করবে এবং হাসাবে বলেও বিশ্বাস করেন তিনি।
পাঠানে তার অভিনয় নিয়ে দর্শক প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিং খান বলেন, অনেক মানুষ অনেক কিছু বলেছেন। অনেকেই লিখেছেন, শাহরুখ এসব কী ধরনের চরিত্র করছে!
দর্শক প্রতিক্রিয়া তার মধ্যে প্রভাব ফেলেছিল তখন। এ নিয়ে শাহরুখ বলেন- তখন ভেবেছি, আমার এমন কিছু করা উচিত, যা মন থেকে আসবে। পাঠান ছিল আমার নারী ভক্তদের জন্য। এটা দিয়ে বছর শুরু করেছিলাম। আর ডানকি দিয়ে বছর শেষ করছি।
মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধ বসবাসকারী অভিবাসীদের জীবনের সংগ্রাম নিয়েই ‘ডানকি’ সিনেমার মূল কাহিনি। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে। শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এ সিনেমা প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
বিডি/ই/এমকে