পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৩

সারাদেশে আগামী পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আর দেশের অন্যত্র পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বুধবার (২০ ডিসেম্বর) আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর