দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণা শুরু করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত ও আলিয়া মাদরাসা ময়দানে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তিনি। এ নির্বাচনে তার দলের ২৬৩ প্রার্থী নৌকা প্রতিকী নির্বাচনে অংশ নিচ্ছেন।
বুধবার সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার। এরপর মাজার দুটি জিয়ারত করবেন। বিকালে জনসভায় যোগ দেবেন। বৃহস্পতিবার বিকালে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। ২৯ ডিসেম্বর বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। পরদিন ৩০ ডিসেম্বর নিজ জেলা গোপালগঞ্জ, তারপর মাদারীপুরে যাবেন নির্বাচনী প্রচারণার জন্য। গোপালগঞ্জ-৩ মাদারীপুর-৩ আসনে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে সিলেটে অনুষ্ঠেয় শেখ হাসিনার জনসভাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা। হযরত শাহজালাল (র.) মাজার, শাহপরান (র.) মাজারসহ জনসভাস্থলে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আলিয়া মাদরাসা ময়দানে সুবিশাল জনসভা মঞ্চ তৈরি করা হয়েছে। কয়েকদিন আগে থেকেই বিশেষ বাহিনী ও পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে সেখানে।মঙ্গলবার থেকেই মাঠ সংলগ্ন সড়ক দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
বিডি/আরডি/এমকে