চাটমোহরে ভূমিহীন নারী-পুরুষ নিয়ে এলডিও’র মানবাধিকার দিবসের আলোচনা সভা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৩

 

পাবনার চাটমোহরে বিল কুড়ালিয়াপাড়ের ভূমিহীন নারী ও পুরুষদের নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে স্থানীয় এনজিও ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)

 

বুধবার (২০ ডিসেম্বর) সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায়  এলডিও’র হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন এলডিও নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু।

 

আলোচনা সভায় মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরার পাশাপাশি এ অধিকার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। বক্তাদের অনেকেই বলেন, বিল কুড়ালিয়াপাড়ের ভূমিহীনরা এখনো তাদের নায্যতা থেকে বঞ্চিত রয়েছে। বিশেষ করে বিলে মাছ শিকার ও ফসল আবাদের ক্ষেত্রে। তাদের সবাই কৃষি প্রণোদনা পায় না। তাদের ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের পরামর্শ দেওয়া হয়।

 

আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, চাটমোহর বার্তা সম্পাদক  এস এম হাবিবুর রহমান, আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সময় অসময় সম্পাদক, কে এম বেলাল হোসেন স্বপন, ভূমিহীন নেতা আনোয়ার হোসেন,ভূমিহীন নেত্রী ছানোয়ারা খাতুন, সাংবাদিক তুষার ভট্টাচার্য প্রমুখ।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর