দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে বহির্বিশ্ব তাকিয়ে আছে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, শুধু আমরা নয়, বহির্বিশ্বকেও বলতে হবে- ভালো ভোট হয়েছে। ভোট ভালো না হলে ভবিষ্যৎও খুব একটা ভালো হবে না। বহির্বিশ্ব আমাদের ওপর বিধিনিষেধ আরোপ করলে আমরা কিন্তু কেউ সুখে থাকব না।
বুধবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ফেনীর জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি আনিছুর রহমান। নির্বাচন কমিশনের ওপর বহির্বিশ্বের চাপ নেই বলেও জানান তিনি।
প্রার্থীদের উদ্দেশ্য বলেন, ভোট ভালো না করলে আপনি হয়ত এমপি হবেন, সরকার গঠন হবে। কিন্তু ক্ষমতা পেয়ে কিছু করতে পারবেন না। কারণ বহির্বিশ্ব আমাদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে, তাহলে কেউ সুখে থাকব না।
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বলতে যা বুঝায় সেটি করতে নির্বাচন কমিশন প্রস্তুত বলেও জানান কমিশনার আনিছুর রহমান। বলেন, আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী, বিজিবিসহ সব বাহিনী মাঠে থাকবে। তাদের সঙ্গে থাকবেন ম্যাজিস্ট্রেট। পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়নও থাকবে। সবমিলিয়ে ৭ লক্ষাধিক ফোর্স ভোটের মাঠে কাজ করবে সারা দেশে।
বিডি/এন/এমকে