সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৩

বোমাবাজি, গুলি, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বলেছেন, আজকে সমস্ত জায়গায় বোমাবাজি, গুলি, অগ্নিসন্ত্রাস, আর আগুন দিয়ে মানুষ মারা হচ্ছে। তারা মনে করেছ- দুইটা আগুন দিলেই সরকার পড়ে যাবে, অত সহজ না।

বুধবার (২০ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে  আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন। এ জনসভার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলেই জনগণের উন্নতি হচ্ছে। দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী এদিন বিমানে সিলেটে পৌছান। জনসভায় যোগ দেওয়ার আগে তিনি হজরত শাহজালাল ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করেন।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর