এতো সাহস বিএনপি কোথায় থেকে পায়: সিলেটে শেখ হাসিনা

সিলেট প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৩

মানুষ পুড়ানোর মতো এতো সাহস বিএনপি কোথায় থেকে পায়, সে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগুনসন্ত্রাস প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে, আগুন নিয়ে খেলতে গেলে সেই আগুনেই হাত পুড়ে। আওয়ামী লীগ সরকার আছে মানেই উন্নয়ন আছে।

বুধবার ( ২০ ডিসেম্বর) বিকেলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ জনসভায় সভাপতিত্ব করেন।

দেশবাসীর প্রতি আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের জন্য আগামী জানুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়যুক্ত করুন। কারণ, নৌকা স্বাধীনতার প্রতিক, নৌকা উন্নয়নের প্রতিক।

প্রধানমন্ত্রী বলেন, আমরা গ্রামকে শহরে রূপান্তর করেছি। ঘরে ঘরে বিদ্যূৎ পৌঁছে দিয়েছি। সিলেটসহ ২১টি জেলাকে ভূমি গৃহহীনমুক্ত করেছি। সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা যোগাযোগের ক্ষেত্রে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। সুরমা কুশিয়ারা খনন কাজ শুরু হয়েছে। আগামীতে আরও বিভিন্ন বড়বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা আছে। সিলেট বিমানবন্দরের উন্নয়ন কাজে বরাদ্দ দেওয়া হয়েছে। বিমানবন্দর চৌকিদেখী পর্যন্ত রাস্তা লেন করা হচ্ছে।

সারাদেশের মানুষের জন্য সরকারের গৃহিত সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় নেওয়া কর্মসূচিগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এসব কর্মসূচির আওতা আগামীতে আরও বাড়ানো হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে বিদেশ যাওয়া যাবে। এমনকি বিদেশ ফেরতরা ব্যাংক থেকে লোন নিয়েও ব্যবসা বাণিজ্য করতে পারবেন। স্মার্ট দেশ, স্মার্ট পিপল এবং স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হলে আবারও নৌকায় সবাই ভোট দিন।

 

বক্তব্যের শেষের দিকে মৃদু হেসে প্রধানমন্ত্রী বলেন, আবার দেখা হবে।আবার আসিব ফিরে এই সিলেটে...’

সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী . একে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী অভিনেত্রী তারিন জাহানসহ সিলেট জেলা মহানগর আওয়ামী লীগ নেতারা।

 

বিডি/সাকিব আল মামুন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর