সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার সীমানা পিলারসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে নগরঘাটা ইউনিয়নের নিমতলা প্রাইমারি স্কুলের পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, একই এলাকার বরুন মন্ডলের ছেলে দেবব্রত মন্ডল(৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুল গ্রামের আতিয়ার রহমানের ছেলে শরাফুল্লাহ বিশ্বাস (৩৬)।
থানা পুলিশ জানায়, সীমনা পিলার বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে নগরঘটার নিমতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বরুন মন্ডলের বাড়ি থেকে কয়েক কোটি টাকা মূল্যের সীমানা পিলার উদ্ধার করা হয় এবং ওই দু’জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমানা পিলার বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে