দেশে মাঝারি থেকে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। এ ঘন কুয়াশার মধ্যেই আগামী পাঁচ দিনে দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের হিসাবে, আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
বিডি/এন/এমকে