করোনা: ২৪ ঘণ্টায় ২১৮৭ রোগী শনাক্ত

১৯ মার্চ ২০২১


দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৮৭ জন। একই সময়ে ১৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।সুস্থ হয়েছেন এক হাজার ৫৩৪ জন। বৃহস্পতিবার (১৮ মার্চ)  সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা রোগী  শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৬২৪ জন। সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৭ হাজার ৫২৩ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৪৯ হাজার ১৯৪টি। শনাক্তের হার ১২ দশমিক ৯৯ ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ২১২টি, পরীক্ষা হয়েছে ২০ হাজার ৯২৫টি। শনাক্তের হার ১০ দশমিক ৪৫।মৃতদের মধ্যে পুরুষ ১২ জন, বাকিরা নারী। বিভাগভিত্তিক ঢাকায় ১৩ জন, চট্টগ্রাম, রাজশাহী ‍ও খুলনায় একজন করে এবং সবাই হাসপাতালে মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর