কোপার আগে ৪ ম্যাচ খেলবে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৩

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকা শুরু হবে আগামী ২০ জুন। এ টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ও দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।  বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)

জুনে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়বে ব্রাজিল। তার আগে ২৩ মার্চ লন্ডনে ইংল্যান্ড এবং ২৬ মার্চ মাদ্রিদে স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে সাম্বাবয়রা।

এদিকে এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। এটা বুঝা যায় তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে। সর্বশেষ চার ম্যাচের তিনটিতে হার একটি ড্র নিয়ে বিপর্যস্ত তারা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ছয় নম্বরে নেমে গেছে। তার ওপর কোপা নিয়েও ব্রাজিল শিবিরে নতুন দুঃসংবাদ যুক্ত করেছেন দলের প্রধান তারকা নেইমার জুনিয়র। কোপা আমেরিকা থেকে তার ছিটকে যাওয়ার খবর দিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। নেইমার ছাড়া ব্রাজিল পুরোনো ছন্দে ফিরতে পারবে কি না, সেটা প্রশ্ন থেকেই যায়।

 

 

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর