সাতক্ষীরা- যশোর সড়কে ইজিবাইকের ধাক্কায় আব্দুর রউফ (৬৪) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ঝাউডাঙ্গা বাজারের পাশে ওয়ারিয়া নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। আব্দুর রউফ সাতক্ষীরা সদর উপজেলার তুজল পুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভ্যান চালিয়ে কলারোয়ার দিকে যাচ্ছিলেন আব্দুর রউফ। পথে বাস মালিক সমিতির লোকজনের ধাওয়ার শিকার দ্রুত গতির ইজিবাইকটি ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় আব্দুর রউফ। তাকে কলারোয়ার স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাস মালিক সমিতির কর্মচারীদের গ্রেফতারহ দৃষ্টান্তমূলক শাস্তির দারি জানিয়েছে নিহতের পরিবার।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার এসআই সেকেন্দার আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ কলারোয়া হাসাপাতালে রাখা রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে