তালিকা করে বকেয়া ট্যাক্স-বিল আদায় করা হবে

নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৩

ফাইল ছবি

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- যাদের  ট্যাক্স,  বিদ্যুৎ, পানি গ্যাস বিল বাকি; ঋণ নিয়ে যারা পালিয়েছে, তাদের তালিকা করে সেটা আদায় করা হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। ট্যাক্স সেবা খাতের সব বকেয়া আদায় করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এ সময় ওবায়দুল কাদের।

বুধবার সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ আন্দোলন ডাকার সময় দলটির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী, ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকার আহবান জানান। সেই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকার কথা বলেন। পাশাপাশি সরকারকে সব ধরণের কর, খাজনা এবং বিদ্যুৎ, গ্যাস পানির বিল পরিশোধ বন্ধ করে দেওয়ার আহ্বান জানান।

বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনের মাঠ থেকে পলাতক দল অসহযোগ আন্দোলন শুরু করেছে। জনগণই বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে। তারেক রহমান টেমস নদীর ওপার থেকে হুমকি-ধামকি দিচ্ছেন। রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বিএনপির ডাকে জনগণ সাড়া দেয়নি। এখন জীবনযাত্রা স্বাভাবিক। জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো লুকোচুরি নেই। যারা স্বতন্ত্র নির্বাচন করবে, তাদের বাধা দেওয়া হবে না।

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর