বিএনপি ডাকা অসহযোগ আন্দোলন ও ‘ডামী’ নির্বাচন বর্জনের পক্ষে জনমত সৃষ্টি করতে পঞ্চগড়ে লিফলেট বিতরণ করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। েবৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের মেডিসিন রোড থেকে তাদের লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এরপর প্রধান সড়ক, বাজারের বিভিন্ন গলি ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
লিফলেট বিতরণের নেতৃত্ব দেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল,সদস্য ইউনুস শেখ,সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন,জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান বানু মুক্তি,সাধারণ সম্পাদক লাইলি বেগম প্রমূখ। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করতে শহরের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তারা।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে