ভোটার অভিযোগ করলেই ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সুষ্ঠু উৎসবমুখর করতে দরকারি সব ইসি করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বলেছেন, কোনো ভোটার যদি বলেন- বাধা পেয়েছি; ভয় দেখিয়েছে বা আতঙ্কিত করার চেষ্টা করেছে, তাহলে প্রমাণের প্রয়োজন নেই। ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাংবাদিকদের এসব কথা বলেন। নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন রাশেদা সুলতানা।

ভোটারদের উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, আপনারা ভয় পাবেন না। আতঙ্কিত হবেন না। আহবান জানাবো, ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করাই ইসির মূল কাজ জানিয়ে রাশেদা সুলতানা জানান, নির্বাচনে মাঠ পর্যায়ে যারা কাজ করবে, তারা  ইসি প্রদত্ত নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। ভোটের পরিবেশ যেন বিঘ্নিত না হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে, সেজন্য দিন-রাত কাজ করছে জনপ্রশাসন বিভিন্ন বাহিনী।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর