সাতক্ষীরায় দেয়াল চাপা পড়ে আহত শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়কে রাস্তা সংযুক্ত ড্রেন নির্মাণকালে দেয়াল চাপা পড়ে আহত দুই শ্রমিকের মধ্যে একজন মারা গেছেন। অপর শ্রমিককে  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে গোপালপুরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে  এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়ার শ্রমিকের নাম আব্দুল মোমিন গাজী (৫০) তিনি সিরাজপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে। আহত শ্রমিকের নাম মোশাররফ মল্লিক (৬০)

শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায়হান জানান, রাস্তা সংযুক্ত ড্রেন নির্মাণকালে দেয়াল চাপা পড়ে আহত দুই শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে  শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে  চিকিৎসাধীন মোমিন গাজী মারা গেছেন।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর