নির্বাচনে অতিরিক্ত আতঙ্ক তৈরির পরিবেশ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অতিরিক্ত নাশকতা, আতঙ্ক শঙ্কা তৈরির এক ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এ অবস্থা মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তোলার প্রস্তুতি রয়েছে পুলিশের।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের বিষয়টি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। এর আগে নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

হাবিবুর রহমান বলেন, এক বা দুইটি রাজনৈতিক দলের কর্মসূচি সামনে রেখে এমন নাশকতার পরিবেশ হয়েছে। রেলে নাশকতা প্রসঙ্গে কমিশনার বলেন, গত ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত জ্বালাও পোড়াওসহ নানা ধরনের নাশকতা চালানো হচ্ছে। বেশিরভাগই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। আর ভবিষ্যতে যেন এগুলো ঘটতে না পারে, সেজন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিন হাবিবুর রহমান।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর