নির্বাচনে কোনো সংঘর্ষ-মারামারি দেখতে চাই না: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৩

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে কোনো সংঘর্ষ-মারামারি দেখতে চাই না। দলের কেউ সংঘাত করলে তার রেহাই নেই। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে দেশের পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। ঢাকায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন  শেখ হাসিনা। জেলা ৫টি হচ্ছে- পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর পাবনা খাগড়াছড়ি।

নির্বাচনে কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না উল্লেখ করে নেতার্কমীদের উদ্দেশ্যে শেখ হাসিনা আরও বলেন- ভোটে নৌকা, স্বতন্ত্র অন্যান্য দলও আছে।  জনগণ যাকে খুশি, তাকে ভোট দেবে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে।

নিজের বক্তব্যে বিএনপির নির্বাচনে না আসার কারণও জানান আওয়ামী লীগ সভাপতি। বলেন, ভোট চুরির সুযোগ নেই বলেই নির্বাচনে আসেনি তারা। এবারের নির্বাচনে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ করে কেউ যেন মানুষের ক্ষতি করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

বিডি২৪ অনলাইন/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর