দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ভারতের সিরিজ জয়

নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৩

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে ভারত। বৃহস্পতিবার পার্লে সিরিজের শেষ ম্যাচে ৭৮ রানে জয় পেয়েছে লোকেশ রাহুলের দল।

শেষ দিনের ম্যাচে আগে ব্যাট করতে মাঠে নামে ভারত। নির্ধারিত ৫০ ওভারে উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে তারা। এর মধ্যে সাঞ্জু স্যামসনের সেঞ্চুরি রয়েছে। জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৪৫. ওভারে সবগুলো উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা, তাদের দলীয় সংগ্রহ ছিল ২১৮ রান ।

সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় পায় ভারত। পরের ম্যাচে সমতা ফেরায় প্রোটিয়ারা। সমান উইকেটের জয়ে বদলা নেয় প্রোটিয়ারা। তৃতীয় ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী।

এদিকে সিরিজ নির্ধারণী ম্যাচে ১০১ রান তুলতেই উইকেট হারিয়ে বসে ভারত। পরিস্থিতি সামাল দেয় তিলক ভার্মা সাঞ্জু স্যামসন। স্যামসন ১১৪ বল খেলে ব্যক্তিগত সংগ্রহ করে ১০৮ রান। এটা তার ক্যারিয়ার সেরা ইনিংস। শেষদিকে ঝোড়ো ইনিংস খেলেন রিংকু সিংয়, তার ব্যক্তিগত ৩৮ রানের সুবাদে ২৯৬ রান সংগ্রহ দাঁড়ায় ভারতের।

বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল দক্ষিণ আফ্রিকার। ওপেনিং জুটিতে ৫৯ রান তোলে স্বাগতিকরা। এরপরই উইকেট হারাতে থাকে তারা। দলকে জয়ের লক্ষ্যে নিতে আপ্রাণ চেষ্টা চায় টনি দে জর্জি। ওপেনার ৮১ রান করে সাজঘরে যখন ফেরে তখন জয়ের পথ হারায় দল। তার সাজঘরে ফেরার সময় ২৯ ওভার বলে দলের সংগ্রহ ১৬১। জয়ের জন্য হাতে ছিল উইকেট। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় তাদের।

 

বিডি/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর