৫ জোড়া ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৩

নাশকতার আশঙ্কায় দেশের রেলপথে বিভিন্ন রুটে সব মিলে পাঁচ জোড়া ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। তাছাড়া রেলের নিরাপত্তা জোরদার করতে হাজার ৭০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান।

চলাচল বন্ধ করা পাঁচ জোড়া ট্রেনের মধ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূয়াপূর, জামালপুর থেকে সরিষাবাড়ী রুটের ট্রেন রয়েছে। এছাড়া যমুনা এক্সপ্রেস আংশিক বন্ধ করা হয়েছে।  রিমোট এরিয়ায় এবং রাত্রিকালীন চলাচল করে এসব ট্রেন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর