তালায় আওয়ামী লীগের বর্ধিত সভা

সাতক্ষীরা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৩

সাতক্ষীরার তালায় উপজেলায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে  মহিলা ডিগ্রী কলেজ চত্বরে এ সভা হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনকে বিজয়ী করার বিষয়ে  আলোচনা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায়  বর্ধিত সভায় বক্তব্য দেন- সাতক্ষীরা- আসনের নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের  চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক অনিত মুখার্জী, উপপ্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা যুবলীগের সভাপতি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক মোজাফ্ফর রহমান, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা আগের সব বিভেদ ভূলে আগামী জানুয়ারী সংসদ নির্বাচনে এক সঙ্গে  নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর