১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৩

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। সুষ্ঠু গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে মাঠে নামানো হচ্ছে সশস্ত্র বাহিনী, বিজিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সময়ে দায়িত্ব পালন করবে তারা। সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলাবাহিনী রক্ষাকারী বাহিনী মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, পুলিশ, র‌্যাব, বিজিবি, আর্মড পুলিশ, আনসার ব্যাটালিয়ন কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটের আগে-পরে মিলে ১৩ দিনের জন্য মোতায়েন থাকবে।

মেট্রোপলিটন এলাকার সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ তিনজন পুলিশ, অঙ্গীভূত আনসার ১২ জন থাকবে। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ পুলিশ অঙ্গীভূত আনসার থাকবে ১২ জন। বিশেষ এলাকার ভোটকেন্দ্রে  অস্ত্রসহ পুলিশ জন, অঙ্গীভূত আনসার ১২ জন থাকবে। এসব এলাকার গুরুত্বপূর্ণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ জন, অঙ্গীভূত আনসার ১২ জন আর গ্রাম পুলিশ থাকবে জন।

ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ভোটগ্রহণের আগের দুদিন, ভোটগ্রহণের দিন, ভোটগ্রহণের পরে একদিন মোতায়েন থাকবে। তাদের যাতায়াত অন্যান্য প্রস্তুতিমূলক কাজের জন্য একদিনসহ মোট পাঁচদিন নিয়োজিত থাকবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে পুলিশ কমিশনার বা পুলিশ সুপার রিটার্নিং অফিসারের সঙ্গে পরামর্শক্রমে ভোটকেন্দ্রে প্রয়োজনে পুলিশ এবং আনসার ভিডিপির সদস্য সংখ্যা কম-বেশি করতে পারবেন। আনসার ব্যাটালিয়ন সহযোগী ফোর্স হিসেবে পুলিশের সঙ্গে মোবাইল টিম দায়িত্ব পালন করবে।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর