সবজির বাজার দামের উত্তাপ

নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৩

বাজারে পুরোপুরি এসেছে শীতকালীন বিভিন্ন ধরণের সবজি। অন্যান্য বছরে এ সময়ে শীতকালীন সবজির দাম কম থাকলেও এবারের চিত্র পুরোটাই উল্টো। মাঝে কয়েকদিন কমলেও আবারও চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় প্রতিটি সবজি। মূলা ছাড়া কম সবজির কেজি মিলছে ৫০ টাকার নিচে। এ অবস্থায় ক্রেতাদের মধ্যে ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। আর দাম বৃদ্ধির কারণ হিসেবে সবজি বিক্রেরা বলছেন, অসময়ে বৃষ্টির কারণে সরবরাহ কম। তাই দাম কমেছে না।

ক্রেতারা বলছেন, শীত পুরোপুরি চলে এসেছে। এ সময়ে শাকসবজির দাম বছরের অন্য সময়ের তুলনায় কম থাকার কথা। আগে এ সময়টায় কম দামে বেশি সবজি পাওয়া যেতো। কিন্ত এবারের অবস্থা আলাদা। দাম না কমে বরং আরও বেড়েছে। গত সপ্তাহের ৫০ টাকা দরের ফুল কপি এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। নতুন আলু বাজারে এলেও এর প্রভাব পড়েনি। ৫০ টাকার নিচে পাওয়া যাচেছ না কোন আলু।

সবজি বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম এখন বেড়েছে। পাইকারী দরে কেজিপ্রতি সিম, ফুলকপি, বাঁধাকপির দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। গত সপ্তাহের চেয়ে কেজিতে আলুর দাম ৫-১০ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা দরে।  একইভাবে ৬০ টাকা কেজি দরের সিম ৮০ টাকায় বিক্রি হচ্ছে।  ফুলকপি বাঁধাকপির দাম বেড়েছে ১০-১৫ টাকা পর্যন্ত।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর