পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর ভারত গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তার ভারতযাত্রার উদ্দেশ্য জানা যায়নি। এ সফরে তার স্ত্রীও রয়েছেন। তার ভারত যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহলের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন এ রাষ্ট্রদূত। বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠকে তাদের আলোচনার বিষয় সম্পর্কে কিছু জানা যায়নি। তারাও আনুষ্ঠানিক কিছু জানাননি।
কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, কর্মস্থল ছেড়ে বিদেশ সফরে বা ছুটি কাটাতে গেলে রাষ্ট্রদূতদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হয়। ধারণা করা হচ্ছে, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে নিজের ভারত সফরের বিষয়টি অবহিত করেছেন পিটার হাস।
বিডি২৪অনলাইন/এন/এমকে