টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামছে না উইলিয়ামসন-জেমিসন

নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৩

ঘরের মাঠে ২৭ ডিসেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজের মতো এ সিরিজেও মাঠে নামছেন না কেন উইলিয়ামসন। তার সঙ্গে পেস অলরাউন্ডার কাইল জেমিসনও খেলছেন না। উইলিয়ামসনের হাঁটুতে সমস্যা এবং হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন জেমিসন। কারণ ‍উল্লেখ করে এ সিরিজে তাদের না খেলার বিষয়টি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে শুক্রবার (২২ ডিসেম্বর) নিশ্চত করা হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, এ সিরিজের কেন উইলিয়ামসনের জায়গায় দলের নেতৃত্ব দিবেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। আর উইলিয়ামসন এবং জেমিসনের পরিবর্তে খেলবেন রাচিন রবীন্দ্র জ্যাকব ডাফি। উইলিয়ামসন আপাতত পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন। আগামী বছরে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে জেমিসনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।

২৭ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে নেপিয়ারে। বাকি দুই ম্যাচ  হবে যথাক্রমে ২৯ ৩১ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুইয়ে।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড- মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি টিম সাউদি।

 

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর