চলতি বছরে নিজের সব ছবিই ব্যবসা সফল হয়েছে বলিউল কিং শাহরুখ খানের। জিরো’র ব্যর্থতার পর সফলতা পাওয়ায় এখন উজ্জীবিত তিনি। তাই নিজের বয়সের সঙ্গে মানানসই নতুন সিনেমা করার ঘোষণা দিয়েছেন তিনি।
জিরো’র ব্যর্থতার পর লম্বা সময় সিনেমা থেকে দুরে ছিলন বলিউড বাদশা। তবে সে বিরতির ছেদ ঘটিয়ে চলতি বছর ‘পাঠান’ দিয়ে কাজ শুরু করেন তিনি। পাঠানের পাশাপাশি তার পরের ছবি ‘জওয়ান’ বক্স অফিসে ঝড় তোলে। তিন নম্বর সিনেমা ‘ডানকি’সম্প্রতি মুক্তি পেয়েছে। বক্স অফিসে এ সিনেমারও সাড়া পড়ছে। ধারণা, এটাও ব্যবসা সফল হচ্ছে।
৫৮ বছর বয়সী শাহরুখ খান সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তার পরবর্তী প্রোজেক্ট নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন, আগামী মার্চ-এপ্রিল নাগাদ আমি পরের কাজ শুরু করব। নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র করতে চাই। ছবির মূল চরিত্র হিসেবে কাজ করতে চাই। নিজের বয়সের চরিত্র করেও ছবির হিরো হতে পারেন, এ জিনিসটা আমার মনে হয় ভারতীয় ছবিতে মিস করে যাই আমরা।
তিনি বলেন, ২০ বছর আগে আমি যেটা করতাম, সেই চার্মটা পর্দায় এখন তুলে ধরাটা বেশ মুশকিল। এখন আমার মধ্যে নতুন চার্ম রয়েছে। সেটা এ বয়সের সঙ্গে সাযুজ্য রেখে ছবি করতে চাই।
সাক্ষাৎকারে তার বছরের শেষ ছবি ডানকি নিয়েও কথা বলেছেন শাহরুখ। জানান এটা মন দিয়ে বানানো; ঘরে ফেরার ছবি, জীবনের ছবি। যে জিনিসগুলো আমাদের মাতৃভূমি থেকে দূরে নিয়ে যায়, তার গল্প বলে। রাজ কুমার হিরানির ছবির সেরা বিষয় হলো রাজ কুমার হিরানি নিজে।
বিডি/ই/এমকে