ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে তার নিজের বাসায় এ মতবিনিময় সভা হয়।
মাহমুদ হাসান সুমন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। ময়সনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
মতবিনিময় সভায় মাহমুদ হাসান সুমন জানান, অন্য সব জাতীয় নির্বাচনের চেয়ে এবারের জাতীয় নির্বাচনের পরিবেশ অনেকটাই ভিন্ন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমার মনোনয়নপত্র বাতিল করতে নির্বাচন কমিশন এবং কোর্টে বারবার আপিল করেছেন। কিন্তু সবকিছু বৈধ থাকায় তারা প্রার্থীতা ঠেকাতে পারেনি। আমার জনপ্রিয়তার কারণেই প্রতিদ্বন্দ্বি প্রার্থী এমনটা করেছে। নির্বাচনে ঈশ্বরগঞ্জবাসীর কাছে ঈগল প্রতীকে ভোট চেয়ে এলাকার উন্নয়নে সব সহযোগিতা চেয়েছেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, আবু বকর সিদ্দিক দুলাল ভূইয়া, বজলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের।
বিডি/হুমায়ুন কবির/সি/এমকে