ভোটবিরোধী লিফলেট বিতরণ করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিনে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে- এমনটা চোখে পড়লে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বলছেন, কেউ ভোটে নাও আসতে পারেন, ভোট দিতে নাও পারেন। কিন্তু ভোট প্রতিহত করার অধিকার কারও নেই।  অন্যকে প্রতিহত করলে এবার সংশোধনী এনেছি- সাত বছর পর্যন্ত জেল বা অর্থদণ্ড।

শনিবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন।  আনিছুর রহমান আরও বলেন, পুলিশ, ম্যাজিস্ট্রেট সবাইকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। দায়িত্বে অবহেলা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইসি আনিছুর রহমান জানান, আমাদের কাছে হেভিওয়েট বা লাইট ওয়েট বলে কেউ নেই। যার বিরুদ্ধ অভিযোগ আসবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে আমরা নিরপেক্ষ অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, মাঠে নিরপেক্ষ অবস্থান আছে। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নেই।  কাউকে কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। আমরা চরম নিরপেক্ষ বলে কেউ রেহাই পাবে না। আচরণবিধি বাস্তবায়ন হচ্ছে বলেও জানান তিনি।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর