দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই। এ কারণে ভোট সুস্ঠু হবে বলে আশা করা যায়। শনিবার (২৩ ডিসেম্বর নির্বাচনী কর্মীসভায় এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। রংপুরের সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে এ সভা হয়।
জিএম কাদের বলেন, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে। দলের অস্তিত্ব রক্ষার্থে এবং সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে।
তিনি জানান, নির্বাচনের সার্বক্ষণিক অবস্থা পর্যবেক্ষণ করবে জাতীয় পার্টি। যদি সুস্ঠু নির্বাচনের বিষয়ে কোনো ব্যত্যয় হয়, তাহলে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় পার্টি মহাজোটে নেই উল্লেখ করে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ নিজ থেকে প্রার্থী প্রত্যাহার করেছে। আমরা কোনো প্রার্থী প্রত্যাহার করিনি। শুধু নির্বাচনের পরিবেশটা, নিরপেক্ষতা চেয়েছি। এটা কোনো সমঝোতা নয়। এটা পরিবেশ সৃষ্টির উদ্যোগমাত্র।
বিডি/আরডি/এমকে