পাবনার
চাটমোহরে ফোরকান বিশ্বাস নামে আওয়ামী লীগের এক সমর্থককে
মারধর করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়সহ বহিরাগত বেশ কয়েকজন তাকে মারধর করেন। ফোরকান
বিশ্বাস রেলবাজার এলাকার ফরমান বিশ্বাসের ছেলে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। শনিবার দুপুরের দিকে রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
আব্দুল হামিদ মাস্টার চাটমোহর উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান। জেলা আওয়ামী লীগের এ নেতা দলীয় মনোনয়ন চেয়ে পাননি এ নির্বাচনে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন বর্তমান সংসদ সদস্য মো. মকবুল হোসেন। তাঁরা দু’জনই এ আসনে এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থী বলে জানিয়েছেন ভোটাররা।
ওদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে দুই পক্ষ থেকে থানায় অভিযোগ দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাটমোহর থানার ওসি মো. সেলিম রেজা জানান, তদন্তপূর্বক আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিডি/সি/এমকে