গুরুদাসপুরে তুচ্ছ ঘটনায় পাঁচজনকে কুপিয়ে জখম

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৩

নাটোরের গুরুদাসপুরে দেওয়াল রঙ করাকে কেন্দ্র করে মহিলাসহ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল টার দিকে শহরের চাঁচকৈড় পুরান পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা হয়েছে। মামলার ১৭ জন আসামির মধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় মামলা সুত্রে জানা যায়, শুক্রবার ওই মহল্লার বাসিন্দা মতিউর রহমান তার বাড়ির দেওয়াল রঙ করাচ্ছিলেন। এ সময় প্রতিবেশি দেরেশের ছেলে মো. জাহিদুল ইসলাম, রুহুল আমিন, রুহুল আমিনের ছেলে রাব্বানি এবং আব্দুল খালেক হটুর ছেলে মোস্তাকিনসহ অভিযুক্তরা বাধা দেন। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এদিকে শনিবার (২৩ ডিসেম্বর) সকাল টার দিকে মতিউর রহমানের স্ত্রী শামীমা আক্তার সাথী বাড়ি থেকে বাহিরে যাচ্ছিলেন। এ সময় তার ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে সাথীর ভাই ডা. নাজমুল হাসান সজল তার মা নাজমা বেগম, মাসুদ রানার স্ত্রী কনা বেগম, মাসুদের ভাই মাহাবুর রহমানকেও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে ডা. নাজমুল, সাথী নাজমার অবস্থা আশঙ্কজনক হলে দায়িত্বরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, এ মামলায় জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

 

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর