আটঘরিয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৩

পাবনার আটঘরিয়ায় নিজের বাড়ি থেকে ইমরান (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে  শ্রীকান্তপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন জানিয়েছে, বাবা-মায়ের কাছে মোবাইল ফোন কিনে চেয়েছিল ইমরান। কিন্তু না পাওয়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।

ইমরানের পিতার নাম জসিম উদ্দিন মন্ডল। সে কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল। এদিকে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর