পঞ্চগড়ে রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এমন অভিযোগ এনে বিধি মোতাবেক তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চা মাধ্যমিক শিক্ষা অধিদফতরে নালিশ করেছেন বিদ্যালয়টির সিনিয়র সহকারি মৌলভী শিক্ষক মোস্তফা কামাল।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, কয়েক বছর ধরে প্রধান শিক্ষক মো. আয়ুব আলী বিদ্যালয়ের আর্থিক হিসাব-নিকেশ নিজের মনগড়া মতো করছেন। শিক্ষার্থীদের নিকট হইতে আদায়কৃত পরীক্ষার ফি, ভর্তি ফি, সেশন চার্জ, প্রশংসাপত্র প্রদানসহ যাবতীয় আয় পকেটস্থ করছেন। বিদ্যালয়ে ব্রেঞ্চ তৈরি না করে ৮০ হাজার টাকা উত্তোলন করেছেন। বিদ্যালয়ের ৫০ শতক জমির আমবাগান গোপনে ইজারা প্রদান করেন। এ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের পকেটে তুলেছেন। সরকার প্রদত্ত টিউশন ফি বাবদ সমুদয় অর্থও তার পকেটে। এছাড়া চাকুরির প্রলোভন দেখিয়ে ধনেশ চন্দ্র (ফুলু) এর কাছে প্রায় চার লাখ টাকা নিয়েছেন। তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিদ্যালয়ে কর্মরত কেউ প্রতিবাদ করলে তাকে বরখাস্ত করা হয়।
ওই বিদ্যালয় থেকে বরখাস্তকৃত মোস্তফা কামাল জানান, প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়ে প্রতিবাদ করায় আমাকে কৌশলে চাকুরি থেকে বরখাস্ত করেছেন তিনি। সুষ্ঠু তদন্তসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তার।
অভিযুক্ত প্রধান শিক্ষক মো.আয়ুব আলী জানান, এ বিষয়ে তদন্ত চলছে। জেলা ও উপজেলা মাধ্যমিক অফিসার আমার কাছে বিভিন্ন কাগজ চেয়েছেন। আমি সেগুলো তাদের দিয়েছি।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে