নির্বাচনি আচরণবিধি যিনি ভাঙবেন, তার বিরুদ্ধেই ব্যবস্থা: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নির্বাচনি আচরণবিধি ভাঙবেন, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতাও বাতিল করা হতে পারে। এমন হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা করেন ইসি রাশেদা সুলতানা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইসি রাশেদা সুলতানা জানান, নির্বাচন সুষ্ঠু করতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে কমিশন। আমাদের কাছে সব প্রার্থীই সমান। নির্বাচন আচরণবিধি ভঙ্গ করলে ২০ হাজার থেকে লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

তিনি জানান, কেউ কোনো ভোটারকে ভয় দেখালে বা হুমকি-ধামকি দিলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। আইন অনুযায়ী তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়া ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর