দেশের বাজারে সর্বোচ্চ বাড়লো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৩

পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে লাখ ১১ হাজার ৪১ টাকা। সোনার নতুন দর দেশের বাজারে এবারই সর্বোচ্চ। নতুন দাম রোববার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী,  প্রতি ভরি ২১ ক্যারেট লাখ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেট ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

 

বিডি/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর