স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর (সোমবার)। এ সিরিজ খেলা হচ্ছে না ভারতের ওপেনার ঋতুরাজ গায়কওয়াদের। আঙুলে চোটের কারণে পুরো টেস্ট সিরিজ থেকে মাঠের বাইরে রাখা হয়েছে।
ওদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে থাকা বিশ্রাম শেষে মাঠে ফিরলেও পারিবারিক কারণে দেশে ফিরেছেন বিরাট কোহলি। তার পরিবারে কী হয়েছে, সে বিষয়ে কিছু জানা না গেলেও জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই তিনি দলে যোগ দেবেন। এক্ষেত্রে দলের সাথে অনুশীলন মিস করবেন এ ক্রিকেটার।
কোহলির দেশে ফেরা এবং সিরিজ থেকে ঋতুরাজের ছিটকে যাওয়ার বিষয়টি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকে নিশ্চিত করা হয়েছে।
স্বাগতিকদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়ে বসেন ঋতুরাজ। তাই ওয়ান ডে সিরিজের শেষ শেষ ম্যাচে তাকে খেলানো হয়নি। বিসিসিআই থেকে জানানো হয়েছে, টেষ্ট সিরিজের আগে ঋতুরাজের সুস্থ হওয়ার কোন সম্ভাবনা নেই।
বিডি/এস/এমকে