সারাদেশে রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবিতে এ অবরোধ ডাকা হয়েছে। ২৮ অক্টোবরের পর একই দাবিতে এটা বিএনপির ডাকা ১৩ দফার অবরোধ।
এর আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবরোধ ডাকার সময় বিএনপির এ নেতা সবার উদ্দেশ্যে বলেন, নির্বাচনের নামে বানর খেলায়; ভোটকেন্দ্রে যাবেন না। নির্বাচনে কারা এমপি হবে, সেই তালিকা তৈরি হয়ে গেছে। ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ভোট বর্জনের আহ্বান জানান তিনি।
এদিকে আলাদাভাবে অনুরূপ সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এ অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।
ওদিকে অবরোধের আগের রাতে ঢাকায় মিরপুর, ধানমন্ডি ও গুলিস্তান এলাকায় ৩টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বিডি২৪অনলাইন/আর/এমকে