দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু এলাকায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থানীয়্ভাবে মামলা হচ্ছে। কিন্তু নির্বাচনি অপরাধ আমলে নিয়ে প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্ত এখনো হয়নি।
রোববার (২৪ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাব বিষয়টি জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। ঢাকায় নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
নির্বাচনে আচরণবিধির বিষয়ে রিটার্নিং অফিসার, নির্বাহী ও বিচারিক হাকিম এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনের তৎপরতা রয়েছে বলেও জানান ইসি মো. আলমগীর। বলেন, আচরণ বিধি লঙঘনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার-সহকারী রিটার্নিং অফিসার শোকজ করছে, নির্বাহী-বিচারিক হাকিমের কমিটি করছে। শোকজের জবাব প্রতিবেদন আকারে ইসিতে আসছে। কোনো ক্ষেত্রে জরিমানা করা হচ্ছে, গ্রেফতার করা হয়েছে। কোনো ক্ষেত্রে মামলা দিয়ে গ্রেফতার করে আদালতেও পাঠানো হয়েছে।
বিডি/এন/এমকে